সল্টলেক সেক্টর-ফাইভে রমরমিয়ে চলছিল ভুয়ো কল সেন্টার।

 Human Call Centers Dead In Three Years | by enterlifeonline | Mediumসল্টলেক সেক্টর-ফাইভে রমরমিয়ে চলছিল ভুয়ো কল সেন্টারপ্রযুক্তিগত সহায়তা করার নামে তাঁদের পাঠানো হত ভাইরাস এবং ম্যালওয়্যারে ভরা সফটঅয়্যার। আর সেই সফটঅয়্যার ব্যবহার করে বিপাকে পড়তেন গ্রাহকরা। তারপর তাদের বাধ্য করা হত মোটা অঙ্কের টাকা দিতে। তারপরই মুক্তি মিলত ওই ম্যালওয়্যার থেকে। এ ধরনের প্রতারণা করে কোটি কোটি টাকা কামাচ্ছিল ওই ভুয়ো কল সেন্টার। ডিআইজি সিআইডি মিতেশ জৈন বুধবার বলেন,‘‘ আমরা ওই সফ্টওয়্যার কোম্পানির থেকে প্রথম অভিযোগ পাই। তদন্ত করতে শুরু করে আমাদের সাইবার অপরাধ দমন শাখা। মঙ্গলবার রাতে আমাদের পাঁচটি দল হানা 

Comments