১৪ জুন সুশান্তের ফ্ল্যাটের বেডরুমের তালা ভাঙা মেকানিকের কী অভিজ্ঞতা, জানালেন সংবাদমাধ্যমে

 ১৪ জুন সুশান্তের ফ্ল্যাটের বেডরুমের তালা ভাঙা মেকানিকের কী অভিজ্ঞতা, জানালেন সংবাদমাধ্যমে

জুন মাসের ১৪ তারিখ নিজের বান্দ্রার বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। এই ঘটনায় গত দুই মাসের বেশি সময় ধরে বলিউড তো বটেই সারা দেশে হইচই চলছে। ময়নাতদন্ত রিপোর্টে এই ঘটনাকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও সুশান্তের নিকটাত্মীয় এবং অনুরাগীরা এই ঘটনাকে সরাসরি খুন বলে অভিযোগ করেছেন। আর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তদন্তভার দিয়েছে সুপ্রিমকোর্ট। সিবিআই বর্তমানে ঘটনা তদন্তে নেমেছে।
কী বললেন চাবিওয়ালা

১৪ জুন সকালে ঠিক কী হয়েছিল? ১৪ জুন সকালে ঠিক কী হয়েছিল? সুশান্ত সিং রাজপুত তাঁর ঘরের দরজা বন্ধ করে ছিলেন। বারবার দরজা ধাক্কা দেওয়ার পর, ফোন করার পর বা কলিংবেল বাজানোর পরও তিনি দরজা খুলছিলেন না। আর সেজন্যই এক তালা-চাবি সারানোর মেকানিককে ডেকে আনা হয়, যে দরজা তালা খুলে দিতে পারে।

ডাকা হয় চাবিওয়ালাকে ইন্ডিয়া টুডে সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, সেই চাবিওয়ালার নাম মহম্মদ রফি শেখ। তিনি সুশান্তের বেডরুমের তালা ভেঙে প্রথম ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁর সঙ্গে কথা বলেছেন ইন্ডিয়া টুডের সাংবাদিক।

কী বললেন চাবিওয়ালা চাবিওয়ালা জানাচ্ছেন, তাঁকে দরজার তালা ভাঙতে ডাকা হয়। তিনি বেডরুমের দরজার তালা ভাঙেন বলেও তিনি জানিয়েছেন। সুশান্তের ঘরের দরজায় কম্পিউটারাইজড লক দেওয়া ছিল। সেটাই ছুরি এবং হাতুড়ি দিয়ে তিনি ভেঙেছেন বলে জানিয়েছেন ওই মেকানিক। তবে তালা ভাঙ্গার পরেই তাঁকে ভেতরের কিছু দেখতে দেওয়া হয়নি। তাঁকে চলে যেতে বলা হয়। সেই সময় ঘটনাস্থলে তিন থেকে চার জন উপস্থিত ছিলেন। তাঁদের কাউকেই তিনি চেনেন না বলে জানিয়েছেন। এবং এই কম্পিউটারাইজড তালা ভাঙতে দেড় থেকে দুই হাজার টাকা তিনি দাবি করেছিলেন। যে টাকাও তাঁকে মিটিয়ে দেওয়া হয় বলে মেকানিক জানিয়েছেন।
পুলিশের ডাকে ফের যান চাবিওয়ালা

তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি সেইসময় দরজার তালা ভাঙার পর তাঁকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এবং সেই সময়ে কোনও পুলিশও ডাকা হয়নি বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ পুলিশের উপস্থিতি ছাড়াই তালা ভাঙা হয়। এবং যারা সেই সময় উপস্থিত ছিলেন তারা কেউই ভয়ার্ত ছিলেন না বলেও ওই চাবি মেকানিক জানিয়েছেন।

পুলিশের ডাকে ফের যান চাবিওয়ালা তিনি যে দরজার তালা ভাঙছেন, তার ভিতরে যে সুশান্ত সিং রাজপুতের দেহ রয়েছে, বা তিনি যে সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে কাজ করতে এসেছেন, তা আগে থেকে জানতেন না বলে জানিয়েছেন ওই চাবি মেকানিক। পরে পুলিশ ডাকার পরে ফের একবার ঘণ্টাখানেক পরে তিনি ওই ফ্ল্যাটে উপস্থিত হয়েছেন বলেও জানিয়েছেন ওই মেকানিক।


Comments