রাজ্যে সুস্থতার হার ৯০ শতাংশ

 Coronavirus in West Bengalরাজ্যে প্রতি দিন নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন যত মানুষ, তার চেয়ে বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠছেন। গত কয়েক দিন ধরেই এমন চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর বুলেটিন প্রকাশ করার পর দেখা গেল, এ দিনও সেই ধারাই অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তিন হাজারের কাছাকাছি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেও, সুস্থ হয়ে উঠেছেন তিন হাজারের বেশি মানুষ। এই নিয়ে টানা পঞ্চম দিন রাজ্যে এই ছবি ধরা পড়ল।

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৮২ জন। তাতে সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৭৫৪। এই মুহূর্তে রাজ্যে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৪৯। বৃহস্পতিবারের চেয়ে ৩৬০ কম।


Comments