- Get link
- X
- Other Apps
লাদাখে চিনা আগ্রাসনের আঁচ পেয়েই ভারত কীভাবে অস্ত্র-ঘুঁটি সাজাচ্ছে! লালফৌজকে রক্তচক্ষু ভারতীয় সেনার
একচুল জমিও চিনকে ছাড়তে রাজি নয় ভারত। গত ২৯ ও ৩০ অগাস্টের ঘটনার পর ৩১ অগাস্ট রাতে পূর্ব লাদাখে প্যানগংয়ের কাছে একটি উঁচু জায়গার দখল নিয়েছে ভারতীয় সেনা। ২৯-৩০ অগাস্টের রাতে চিনের সেনার আগ্রাসন আস্ফালনের পর ভারত কীভাবে ঘুঁটি সাজাচ্ছে সমরাস্ত্র নিয়ে, তা দেখে নেওয়া যাক।
জে ২০ মাত দিতে সুখোই , মিরাজই যথেষ্ট! ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারের পোস্টার বয় রাফালে এখনও নামেনি লাদাখের সমরাভিযানে। তার আগে থেকেই থরহরিকম্প চিন জে ২০ নিয়ে লাদাখ সীমান্তে দাপট দেখাতে চেয়েছে। যার জবাবে ভারত মিরাজ ২০০০ , সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার লাদাখ বক্ষে মোতায়েন করে রেখে দিয়েছে।
ফরোয়ার্ড লোকেশনের জন্য চিনুক! শুধু যুদ্ধবিমান নয়, পূর্ব লাদাখের বহু লোকেশনে মোতায়েন রয়েছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার চিনুক। ফরোয়ার্ড লোকেশনে সেনার বিশাল বাহিনী নিয়ে যেতে এই হেলিকপ্টারের জুড়ি মেলাভার। এছাড়াও রাতের আকাশে 'কমব্যাট এয়ার পেট্রোল' চালাচ্ছে ভারত।
জে ২০ মাত দিতে সুখোই , মিরাজই যথেষ্ট! ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারের পোস্টার বয় রাফালে এখনও নামেনি লাদাখের সমরাভিযানে। তার আগে থেকেই থরহরিকম্প চিন জে ২০ নিয়ে লাদাখ সীমান্তে দাপট দেখাতে চেয়েছে। যার জবাবে ভারত মিরাজ ২০০০ , সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার লাদাখ বক্ষে মোতায়েন করে রেখে দিয়েছে।
ফরোয়ার্ড লোকেশনের জন্য চিনুক! শুধু যুদ্ধবিমান নয়, পূর্ব লাদাখের বহু লোকেশনে মোতায়েন রয়েছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার চিনুক। ফরোয়ার্ড লোকেশনে সেনার বিশাল বাহিনী নিয়ে যেতে এই হেলিকপ্টারের জুড়ি মেলাভার। এছাড়াও রাতের আকাশে 'কমব্যাট এয়ার পেট্রোল' চালাচ্ছে ভারত।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment