কেন্দ্রের আনলক ৪

 

স্থানীয় ভাবে লকডাউন নয়Current lockdown measures to remain in force till 3 May: MHA

শনিবার আনলক ৪-এর গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক চতুর্থ পর্ব। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আনলক ৪-এই ফের চালু হচ্ছে মেট্রো পরিষেবা। একইসঙ্গে কনটেইনমেন্ট জোনের বাইরে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা চাইলে স্কুলেও যেতে পারবেন। তবে এই পর্বে লকডাউন ঘোষণার ক্ষেত্রে বিধিনিষেধ চাপাচ্ছে কেন্দ্র। যার জেরে নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

আনলক ৪-এর গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনে যেমন লকডাউন থাকছে তা চলবে। কিন্তু কোনও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কনটেইনমেন্ট জোনের বাইরে ইচ্ছেমতো লকডাউন ঘোষণা করতে পারবে না। গোটা রাজ্য, জেলা, মহকুমা, শহর এমনকী গ্রামীণ স্তরেও লকডাউন জারি করা যাবে না। লকডাউন জারি করতে হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।

করোনা মোকাবিলায় সাপ্তাহিক লকডাউন শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতোমধ্যেই সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিয়েছে নবান্ন। মোদী সরকারের এদিনের নির্দেশিকার পর ওই ৩ দিনের লকডাউনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে আগামী ৩১ অগস্ট রাজ্যে যে লকডাউন রয়েছে তা হবে বলেই মনে করা হচ্ছে। কারণ ৩১ অগস্ট পর্যন্ত আনলক ৩-এর গাইডলাইনই কার্যকর থাকছে।

Comments