সোমবার বিকেলে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়

 সোমবার বিকেলে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়

Pranab Mukherjee death: India mourns former President Pranab Mukherjee |  India News - Times of India

প্রণববাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী

প্রায় তিন সপ্তাহের লড়াই শেষ। এক দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অস্ত্রোপচার, তার উপর করোনা সংক্রমণ— জোড়া ধাক্কা সামলাতে পারলেন না তিনি। দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালেই সোমবার প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। সোমবার বিকেল পৌনে ছ'টা নাগাদ তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে এ খবর জানিয়েছেন। অভিজিৎ তাঁর টুইটে লিখেছেন, ‘‘গোটা দেশের মানুষের প্রার্থনা, আরআর হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও আমার বাবা প্রণব মুখোপাধ্যায় একটু আগেই মারা গিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ।'' প্রণববাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। টুইট করে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় স্তরে একসপ্তাহ আর রাজ্যস্তরে আগামিকাল রাষ্ট্রীয় শোক পালন করা হবে। মঙ্গলবারের সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করেছে নবান্ন। বন্ধ থাকবে সরকারি প্রতিষ্ঠানও।
 
তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবিটিসের রোগী। ১০ তারিখ হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে, তিনি কোভিড-১৯ আক্রান্তও হয়েছেন। সেই অবস্থাতেই ওই দিন রাতে দীর্ঘ অস্ত্রোপচার হয়। তার পর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রণববাবুকে।  অস্ত্রোপচারের আগে, নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন তিনিই। ২০১২-২০১৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদের দায়িত্ব সামলেছেন তিনি।

Comments