তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে শুক্রবার টানা পাঁচ ঘন্টা জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

 Can Tribal Leader Chhatradhar Mahato's Release Help TMC Regain Ground Lost  to BJP in Jangalmahal?শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ২০৭ নম্বর কোবরা ব্যাটালিয়নের দফতরে ছত্রধরকে ম্যারাথন জেরা করেন এনআইএ-র দুই অফিসার। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে লালগড় থানা মারফত নোটিস পাঠিয়ে ছত্রধরকে কোবরার দফতরে হাজির হতে বলা হয়। নোটিসটি পাঠান এনআইএ-র কলকাতা শাখার ডিএসপি কাঞ্চন মিত্র। তিনিই ছত্রধরের বিরুদ্ধে পুরনো দু’টি মামলার পুনর্তদন্তের তদন্তকারী অফিসার। এ দিন সকাল ১১টায় দু’জন নিরাপত্তা রক্ষীকে নিয়ে হাজির হয়ে যান ছত্রধর। সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত টানা ৫ ঘন্টা তাঁকে জেরা করেন কাঞ্চন মিত্র এবং এনআইএ-র কলকাতা শাখার এসপি পদমর্যাদার এক অফিসার। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই চলে জেরা-পর্ব। 


Comments