তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে শুক্রবার টানা পাঁচ ঘন্টা জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
- Get link
- X
- Other Apps
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ২০৭ নম্বর কোবরা ব্যাটালিয়নের দফতরে ছত্রধরকে ম্যারাথন জেরা করেন এনআইএ-র দুই অফিসার। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে লালগড় থানা মারফত নোটিস পাঠিয়ে ছত্রধরকে কোবরার দফতরে হাজির হতে বলা হয়। নোটিসটি পাঠান এনআইএ-র কলকাতা শাখার ডিএসপি কাঞ্চন মিত্র। তিনিই ছত্রধরের বিরুদ্ধে পুরনো দু’টি মামলার পুনর্তদন্তের তদন্তকারী অফিসার। এ দিন সকাল ১১টায় দু’জন নিরাপত্তা রক্ষীকে নিয়ে হাজির হয়ে যান ছত্রধর। সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত টানা ৫ ঘন্টা তাঁকে জেরা করেন কাঞ্চন মিত্র এবং এনআইএ-র কলকাতা শাখার এসপি পদমর্যাদার এক অফিসার। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই চলে জেরা-পর্ব।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment