- Get link
- X
- Other Apps
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে সাতদিনের রাষ্ট্রীয় শোক, সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
লড়াই থামল প্রণব মুখোপাধ্যায়ের। সোমবার দিল্লির সেনা হাসপাতালে জীবন যুদ্ধে হেরে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইট করে তিনি জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে মঙ্গলবার সমস্ত রাজ্য সরকারি অফিসে ছুটি থাকবে।প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের মুখ্যমন্ত্রীর সেই টুইট বার্তার পরই রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাই প্রণববাবুর সম্মানে মঙ্গলবার সমস্ত রাজ্য সরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রাণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশ শোকপালন করবেন। কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই রাষ্টীয় শোক পালনের বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে লালকেল্লার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। উল্লেখ্য, মঙ্গলবারই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে। সকাল থেকে তাঁর দিল্লির বাড়িতে শায়িত থাকবে মরদেহ। দুপুর দুটোয় দিল্লির এস্টেটে শেষকৃত্য। প্রাক্তন রাষ্ট্রপতির অস্থি বিসর্জন হবে হরিদ্বারে।
উল্লেখ্য, দীর্ঘ কোমায় থাকার পর সোমবার জীবনাবসান হয় ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের। এদিন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এই খবর টুইট করে জানিয়েছেন। বহুদিন ধরেই দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল বাথরুমে পড়ে রক্তক্ষরণ হওয়ায়। তারপর থেকেই অসুস্থতা ছিল তাঁর। হাসপাতালে ভর্তি করার পর তাঁৎ করোনা পজিটিভও হয়।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment