- Get link
- X
- Other Apps
বিগ-বাজার এ বার মুকেশের হাতে
অ্যামাজনকে টেক্কা দিতে ফিউচার গ্রুপের ব্যবসা কিনল মুকেশের রিলায়েন্স। শনিবার সংস্থার তরফে জানানো হয়েছে, ২৪,৭১৩ কোটি টাকার বিনিময়ে ফিউচার গ্রুপের ব্যবসা- এক্ষেত্রে পাইকারি ও খুচরা ব্যবসা, লজিস্টিক ব্যবসাকে অধিগ্রহণ করা হয়েছে।
বাজারে কিছু দিন ধরেই খবরটা শোনা যাচ্ছিল। সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল। কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী (Future Group) অধিগ্রহণের কথা শনিবার ঘোষণা করে, খুচরো ও পাইকারি ব্যবসায় ফের বড় ধামাকা দিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries Ltd)। চুক্তি অনুযায়ী, ২৪ হাজার ৭১৩ কোটি টাকার বিনিময়ে ফিউচার গোষ্ঠীর খুচরো ও পাইকারি ব্যবসার পাশাপাশি পণ্য পরিবহণ ও গুদামের ব্যবসার রাশ রিলায়েন্সের হাতে আসবে। বাণিজ্যমহলের ধারণা, এই অধিগ্রহণের ফলে টেলিকমের মতোই দেশের খুচরো ব্যবসায় প্রতিযোগিতা আরও তীব্র হবে। জেফ বেওজের সংস্থা অ্যামাজনের সঙ্গে লড়াইয়ে রিলায়েন্সকে অনেকটাই এগিয়ে দেবে এই পদক্ষেপ ।
রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের কর্ণধার, মুকেশের মেয়ে ঈশা আম্বানি এদিন বলেন, 'এই অধিগ্রহণের মাধ্যমে আমরা ফিউচার গোষ্ঠীর মতো নামী ব্র্যান্ডকে ঘর দিচ্ছি। একই সঙ্গে ফিউচার গোষ্ঠী তাদের নিজস্ব ব্যবসায়িক পরিকাঠামো চালু রাখতে পারবে। আমরা মনে করি, আমাদের এই যৌথ সক্রিয়তা বিকাশের পথকে আরও প্রশস্ত করবে। যাতে আমরা আমাদের ছোট পুঁজির ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী সকলকেই সঙ্গে নিয়ে এগোতে পারি।'
এই অধিগ্রহণের পর আরও কয়েক'শো কোটি টাকা এই সংস্থায় রিলায়েন্স বিনিয়োগ করবে বলে এদিন জানানো হয়েছে। এদিন দুই সংস্থার যৌথ বিবৃতি বলা হয়, ফিউচারের ব্যবসা কিনতে মোট ২৪,৭১৩ কোটি টাকা ঢালবে মুকেশের অম্বানির রিলায়েন্স গোষ্ঠী। ভবিষ্যতে আরও ১৬০০ কোটি লগ্নির পথও খোলা রাখছে রিলায়েন্স। তবে, ফিউচার গোষ্ঠীতে অ্যামাজনেরও যে ১.৩% অংশীদারি রয়েছে, তার কী হবে, সে বিষয়ে কেউই মুখ খোলেনি। গত বছরই এই শেয়ার কিনেছিল অ্যামাজন।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment