NPS, মিউচুয়াল ফান্ড বা PPF:

 

NPS, মিউচুয়াল ফান্ড বা PPF:কোন বিনিয়োগে লাভ?National Pension Scheme (NPS) Or Public Provident Fund (PPF): Which One To Pick?

PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড: বিনিয়োগের কোনও ঝুঁকি নেই। এর উপর মুচলেকা দেয় খোদ সরকার বাহাদুরই! এই সব কারণেই PPF হল কোটি কোটি মানুষের অবসর পরিকল্পনা। বছরের পর বছর ধরে PPF বিনিয়োগে আকর্ষিত হয়ে আসছেন সাধারণ ভারতীয় বিনিয়োগকারীরা। আয়করের পুরোনো নিয়ম অনুযায়ী, ৮০ সি (Section 80C)বাবদ রয়েছে করছাড়ও।

মনে রাখা প্রয়োজন, PPF-এ ন্যূনতম ১৫ বছর টাকা রাখতে হয়। বর্তমান বার্ষিক ৭.১% সুদের হারকে স্থির ধরলে, মাস-প্রতি ₹১০ হাজার যদি ২৮ বছরের জন্য বিনিয়োগ করা যায়, তবে ₹১ কোটিতে পৌঁছতে পারবেন আপনি। উল্লেখযোগ্য, এক্ষেত্রে মোট পরিমাণের ৭২% আসবে সুদ থেকে এবং ২৮ বছরে বিনিয়োগকারীকে দিতে হবে প্রায় ₹৩৩ লাখ।
জাতীয় পেনশন প্রকল্প বা NPS: ২০০৩ সালে কেন্দ্রীয় সরকার জাতীয় পেনশন প্রকল্প বা NPS-এর সূচনা করে। দেশের প্রত্যেক নাগরিকের জন্য পেনশনের বন্দোবস্ত করার লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা করা হয়। প্রাথমিক ভাবে NPS-এর আওতায় শুধু সরকারি কর্মীরা ছিলেন। কিন্তু, ২০০৯ সালের মে থেকে সবার জন্য এই সুবিধা করা হয়েছে। আগে ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত NPS প্রকল্পে যোগ দেওয়া যেত। তবে নতুন ব্যবস্থায় ৬০-এর পরেও প্রকল্পে ফের নতুন করে যোগ দেওয়া যাবে। অবসর প্রকল্প হিসেবে বর্তমানে জনপ্রিয়তা রয়েছে NPS-এর।

জেনে রাখা জরুরি, গত ১০ বছরে গড়ে ১০% এর বেশি রিটার্ন দিয়েছে NPS প্রকল্প। এই রিটার্নকেই নির্দিষ্ট ধরলে, মাস-প্রতি ₹১০ হাজার বিনিয়োগে ২৩ বছরেই ₹১ কোটিতে পৌঁছতে পারেন গ্রাহক।

মিউচুয়াল ফান্ড MF: খুব বেশি নয়...দু'দশক আগে পর্যন্তও মিউচুয়াল ফান্ডের নাম শুনলে ধাক্কা খেত গড়পড়তা মধ্যবিত্ত পরিবারগুলি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভাবনায় বদল এসেছে। মিউচুয়াল ফান্ডে পুঁজি ঢালছেন লগ্নিকারীরা।

মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের পারফরম্যান্স নির্ভর করে শেয়ার বাজারের ওঠানামা, সুদের গতিপ্রকৃতি-সহ বিভিন্ন কারণের উপর। ধরা যাক, দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে যৌগিক বার্ষিক বৃদ্ধির হার বা CAGR যদি ১২% থাকে, তবে মাস-প্রতি ₹১০ হাজার বিনিয়োগে ২০ বছরেই কোটিপতি হওয়ার সুযোগ থাকে। SIP টপ আপ (SIP Top Up) বা সাধারণ SIP ফান্ডে অতিরিক্ত টাকা রাখার পদ্ধতির মাধ্যমে মাস-প্রতি ₹১০ হাজারের SIP বিনিয়োগ যদি বছরে ১০% করেও বৃদ্ধি করেন, তবে ১৬ বছরে ₹১ কোটিতে পৌঁছতে পারবেন আপনি।

Comments