আচমকাই তৃণমূল ব্লক সভাপতির 'আশ্রমে' মুকুল রায়

আচমকাই তৃণমূল ব্লক সভাপতির 'আশ্রমে' মুকুল রায়।

বীরভূমে তৃণমূল ব্লক সভাপতির 'আশ্রমে' বিজেপি নেতা মুকুল রায়। আশ্রমের অতিথিশালার বন্ধ কামরায় একান্তে বেশ খানিকক্ষণ কাটালেন দুজন। রবিবার এনিয়ে জোর জল্পনা বীরভূমের রাজনৈতিক মহলে।
Kolkata court issues arrest warrant against BJP leader Mukul Roy in Rs 80  lakh cash recovery case

রবিবার দুপুরে আচমকাই নলহাটি দুনম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারি প্রতিষ্ঠিত আশ্রমে চলে আসেন মুকুল রায়। নলহাটি দুন্বর ব্লকের নবহিমায়েতপুরে অনুকুল চন্দ্রের ওই আশ্রমটি প্রতিষ্ঠা করেন বিভাসবাবু। শুধু তাই নয় এদিন আশ্রমে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করম খানও। এনিয়েই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে জেলায়।

খোদ অনুব্রত মণ্ডলের গড়ে মুকুল রায় কেন? এনিয়ে বিভাসবাবু বলেন, আশ্রমে যে কেউ আসতে পারেন। তাছাড়া আমি কিছুদিন আগে পথ দুর্ঘটনায় জখম হয়েছিলাম। তাই মুকুলদা আমাকে দেখতে এসেছেন।

BJP leader Mukul Roy News and Updates from The Economic Times - Page 8

এদিন আশ্রমে দেখা মেলে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করম খানেরও। রাজনৈতির মহলের দাবি তিনি তৃণমূলের বিক্ষুব্ধ লবির অংশ। গত তিনদিন ধরে তিনি আশ্রমে রয়েছেন বলে জানান। এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুকুলবাবুর সঙ্গে দেখা করিনি। আমি দলের বিক্ষুব্ধ কেউ নই। দলে আছি। যেদিন দল ছাড়ব সেদিন প্রকাশ্যে ঘোষণা করেই ছাড়ব।

Comments