মুখ খুললেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি

 



বাবরি মামলার রায় শুনে

মুখ খুললেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। বুধবার সিবিআই বিশেষ আদালতের রায় শুনে ওয়েসি বলেন, আজকের দিনটা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে কালো দিন।আদালত বলছে বাবরি ধ্বংসে কোনও ষড়যন্ত্র ছিল না। তাহলে আমাকে বলুন ওই ঘটনা যে স্বাভাবিকভাবে ঘটেনি তা প্রমাণ করতে কত দিন লাগবে। আজ একজন ভারতীয় মুসলিম হিসেবে নিজেকে অসহায় লাগছে। ঠিক এরকমই অসহায় লেগেছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। গোটা দুনিয়া দেখেছে কারা বাবরি মসজিদে লোক জড়ো করেছিল। কাদের উপস্থিতিতে মসজিদ ভেঙে ফেলা হয়েছিল।

Comments