বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

 

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে



শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা উত্তর আন্দামান সাগরে। এদিন নাগাদ নিম্নচাপ আন্দামান সাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেও। নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়বে। শক্তি সঞ্চয় করে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে রবিবার। এর ফলে আরও এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৩.৫ মিমি।

Comments