বাড়ি থেকেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়

 বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে চূড়ান্ত বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। বাড়ি থেকেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়। কিন্তু, বেশ কিছু কলেজে পূর্ব নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার পদ্ধতি জারি রয়েছে। বোলপুরের পূর্নীদেবী  মহিলা কলেজে কেন্দ্রে বসে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। প্রায় ১০০ জন ছাত্রী বসে পরীক্ষা দিচ্ছে কলেজে। নিয়ম ভেঙে এমন কাজ কিভাবে করছে কলেজ কতৃপক্ষ উঠছে প্রশ্ন ৷ 

Comments