'সত্য ও ন্যায়বিচারের জয়', যোশী থেকে যোগী
মুরলী মনোহর যোশী : "ঐতিহাসিক সিদ্ধান্ত আদালতের। এটা প্রমাণ করল যে ৬ ডিসেম্বর অযোধ্যার সেই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র ছিল না। আমাদের কর্মসূচি ও মিছিল কোনও ষড়যন্ত্রের অংশ ছিল না। এই রায়ে আমরা খুশি। রামমন্দির নির্মাণ নিয়ে এবার প্রত্যেকের উত্সাহী হওয়া উচিত।" এদিন লখনউয়ে আদালতে রায় ঘোষণার পরই মুরলী মনোহর যোশীর বাড়িতে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
যোগী আদিত্যনাথ : "ন্যয় বিচারের জয়। এই রায় স্পষ্ট করে দিল যে তত্কালীন কংগ্রেস সরকার কতটা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ছিল। ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের সন্ত, বিজেপি নেতৃত্ব ও বিশ্ব হিন্দু পরিষদকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে অবমাননা করা হয়েছিল। যাঁরা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাঁদের এবার দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।"
Comments
Post a Comment