- Get link
- X
- Other Apps
বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করার জন্য চাই বড়ভাই মুকুলদাকে
মুকুল রায়কে 'বড় ভাই' বলে সম্বোধন করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, "বাংলা এমন জায়গা যেখানে তৃণমূল করলে সাধু, আর অন্য পার্টি করলেই তাঁর বিরুদ্ধে কেস। আমার বিরুদ্ধেই তো ২০টা কেস রয়েছে। মুকুলদা, সব্যসাচী সবার নামেই কেস রয়েছে। ভারতী ঘোষ যখন আইপিএস ছিলেন, তখন মমতার মেয়ের মতো ছিলেন। এখন উনি মমতার শাশুড়ির মতো হয়ে গিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরবিন্দ মেননও। নতুন কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকেও। অরবিন্দ মেনন বলেন, "মুকুলদা পঞ্চায়েত এলাকার প্রতিটি জায়গা চেনেন।" আগামী ২০২১ বিধানসভা নির্বাচনের আগে "ঝোপড়ি ঝোপড়ি যেতে হবে, খোপড়ি খোপড়ি ইঞ্জেকশন পুশ করতে হবে", বলে টার্গেট বেঁধে দেন তিনি। আরও বলেন, "দিদিকে বলে দাও, তুমি ছেড়ে দাও।"
রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, "বিজেপি পার্টি একটা প্রতিষ্ঠিত পার্টি। কিন্তু পশ্চিমবঙ্গে খুব ছোট্ট পার্টি। এই ছোটো পার্টিকে প্রতিষ্ঠিত করতে গেলে মুকুলদাকে চাই। মুকুলদা, কৈলাসদা দেখিয়ে দিয়েছেন, কীভাবে ২টো সিট থেকে ১৮টা সিট করতে হয়।"
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment