- Get link
- X
- Other Apps
সামনে লক্ষ্য শুধুমাত্র শিয়ালদহ। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১০ তারিখ শিয়ালদহ মেট্রো স্টেশনে এসে পৌছবে টানেল বোরিং মেশিন ‘উর্বি’। তবে শিয়ালদহ পৌঁছলেই তার কাজ শেষ নয়। ‘উর্বি’ ফের মুখ ঘুরিয়ে রওনা দেবে বউবাজারের দিকে। কারণ তার সঙ্গে সুড়ঙ্গ খুঁড়তে নামা অপর টানেল বোরিং মেশিন 'চান্ডি' বউবাজারে আটকে যায়। যার জন্য কলকাতায় মেট্রো রেলের ইতিহাসে ঘটে যায় বউবাজার বিপর্যয়। শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে ‘উর্বি'র দুরত্ব এখন মাত্র ১৩০ মিটারের কাছাকাছি। সে দিন পিছু গড়ে ১৫ মিটার করে এগোচ্ছে। যদিও এই গতি নিয়ে খুশি কলকাতা মেট্রো রেলওয়ে করপোরেশন লিমিটেডের ইঞ্জিনিয়াররা।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment