BRICS বৈঠকে 'মুখোমুখি' মোদী-জিনপিং

 

BRICS বৈঠকে 'মুখোমুখি' মোদী-জিনপিং



গালওয়ানে সংঘর্ষ ও লাদাখে সীমান্ত উত্তেজনার আবহে প্রথমবার মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা রাষ্ট্রপতি শি জিনপিং।আগামী ১৭ নভেম্বর BRICS শীর্ষ বৈঠক। সেখানেই দেখা হচ্ছে দুই নেতা। তবে করেনা সংক্রণের কথা মাথায় রেখে এবার বৈঠক হচ্ছে ভার্চুয়াল।

BRICS এর এবার বৈঠকে আলোচনার বিষয় হল সংগঠনের মধ্যে থাকা দেশগুলির মধ্য়ে বন্ধুত্ব, আন্তর্জাতিক সুস্থিতি, নিরাপত্তা ও উন্নয়ণ। রাশিয়ার ওই বৈঠকে কথা হবে সংগঠনে আওতাভূক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো। ফলে ভারত-চিন সীমান্ত উত্তেজনার কথা উঠতেও পারে।

Comments