Unlock 5-এ স্কুল খোলার একগুচ্ছ নির্দেশিকা জারি কেন্দ্রের
নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়াদের স্কুলে আসতে গেলে অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। স্কুলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পড়ুয়া ও শিক্ষকদেক মাস্ক পরতে হবে।
যেসব পড়ুয়া বাড়ি থেকে স্কুলের অনলাইন ক্লাস করতে চাইবে তাদের সেই সুযোগ দিতে হবে। স্কুলে সামাজিক দূরত্ব বজায় রাখতে পড়ুয়াদের উপযুক্ত ভাবে বসাতে হবে। বিভিন্ন গ্রুপের পড়ুয়াদের স্কুলে ঢোকা ও বের হওয়ার সময় ঠিক করে দিতে হবে।
পড়ুয়াদের স্কুলে হাজিরার ব্যাপারে কড়াকড়ি করতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। অসুস্থ হলে ছুটি দিতে হবে।
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে স্কুলের ক্লাস সহ অন্যান্য জায়গা পরিচ্ছন্ন রাখতে হবে। ছাত্রছাত্রীদের হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে বসার ব্যবস্থা করতে হবে। পড়ুয়াদের বাড়ি থেকে যাতায়াতের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।
স্কুলে পড়ুয়াদের বসার জায়গা, আসবাব, ওয়াটার ট্যাঙ্ক, কিচেন, ক্যান্টিন, টয়লেট, লাইব্রেরি স্যানিটাইজ করতে হবে।
প্রয়োজনে যাতে পাওয়া যায় এমন একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ রাখতে হবে স্কুলগুলিকে।
Comments
Post a Comment