- Get link
- X
- Other Apps
খুনের বদলা খুন? মণীশের
বছর পাঁচেক আগে স্টেশন রোডে নিউ কলেক্শন নামের একটি রেস্টুরেন্টের সামনে খুন হন খুররমের বাবা মহম্মদ ইসলাম। ঘটনার তদন্ত শুরু করেছিল টিটাগড় থানা।
সূত্রের খবর, FIR-এ মনীশের নাম না থাকলেও পরোক্ষে নাম জড়ায় তাঁর। সেই ঘটনা থেকেই প্রতিশোধের চেষ্টা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় পরিবারের বক্তব্য, পুলিস কাল এসে খুররামকে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে বললেও তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বদলার অঙ্কে মণীশ খুন কিনা খতিয়ে দেখছে পুলিস। খুনের তদন্তে আটক মহম্মদ নাসির সহ আরও সাত। তাদের জিজ্ঞসাবাদ করছে CID। মাস্টার রাজু খানের খোঁজে তল্লাশি চালাচ্ছে CID এবং পুলিস।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment